মেহেরপুর একাত্তর, ১৭ নভেম্বর:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত মেহেরপুরের গাংনী মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনীত হয়েছেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. আব্দুস শুকুর ইমন ও বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন নুরজাহান বেগম। এছাড়া গভর্ণিং বডির সভাপতি কর্তৃক মনোনীত হবেন প্রতিষ্ঠাতা একজন/প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য নির্বাচিত হবেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ/অধ্যক্ষা পদাধিকার বলে সদস্য সচিব থাকবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমানের আদেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত ১১ নভেম্বর ২০২১ ইং তারিখে এক পরিপত্রে এ তথ্য জানা গেছে। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে আব্দুস শুকুর ইমনকে এডহক ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। যার স্মারক নম্বর : জাতি/বি/৫১৯৪৮।
মেহেরপুরের কৃতি সন্তান আব্দুস শুকুর ইমন অনলাইন ভিত্তিক অনুমোদিত আইপি টিভি রাজধানী টিভির চেয়ারম্যান, সাপ্তাহিক ঢাকা থেকে’র প্রকাশক ও সম্পাদক, আনিশা গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানীর টানা ২ মেয়াদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।