মেহেরপুর একাত্তর, ১১ এপ্রিল ২৩
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মেহেরপুরে এক সংক্ষিপ্ত সফরে কর্মব্যস্ত দিন পার করেন। তিনি ১১ এপ্রিল মঙ্গলবার সকাল পৌনে দশটায় মেহেরপুর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন, মেহেরপুর বিচার বিভাগের বিচারপতিদের সাথে একান্ত আলোচনা সভা, জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সভা, মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ ও মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দেশের প্রতিটি আদালত চত্বরে ন্যায়কুঞ্জ তৈরি করা হবে, সেখানে নারীসহ সব বিচারপ্রার্থী বিশ্রাম নেবেন। জনগণের কথা ভেবেই এই ন্যায়কুঞ্জ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।’ জেলা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এসব কথা বলেন তিনি। মামলা দ্রুত নিষ্পত্তি করার ওপর গুরুত্ব দিয়ে এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। সারাদেশে এই প্রথম গত এক বছরে শতভাগেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ পরে আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি। এ সময় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচারকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন প্রধান বিচারপতি। পরে জেলা আইনজীবী সমিতি ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান বিচারপতি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপন করে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় সুপ্রিম কোর্র্টের আপিল বিভাগের রেজিস্টার এস কে এম তোফায়েল হাসান রুপক, মেহেরপুর জেলা ও দায়রা জজ শহিদুল্লাহ , অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম সহ বিচার বিভাগ মেহেরপুরের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।