মেহেরপুর ৭১, ০৫ জানুয়ারি:
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর এমকেএসপি জয়লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এমকেএসপি ১০ উইকেটের বিশাল ব্যবধানে মাগুরা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাগুরা ক্রিকেট একাডেমি মেহেরপুরের নুরের বোলিং তোপের মুখে ১২ ওভারে মাত্র ৪৬ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে বাবু সর্বোচ্চ ১৭ রান করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর এমকেএসপি ৯ ওভার ৫ বল মোকাবেলা করে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মেহেরপুরের দুই উদ্বোধনী জুটি কাছাব ২৯ এবং মালাই ২ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।