মেহেরপুর ৭১, ৩০ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা যুবলীগের ৫ টি ইউনিয়নের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসে মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মেহেরপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুজ্জামান অপুর সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম পেরেশান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর জেলা যুবলীগ স্বচ্ছ ও সুনামধন্য সংগঠন। যুবলীগ সাধারণ মানুষের সুখে দু:খে পাশে ছিল, আছে ভবিষ্যতেও থাকবে। আজ যারা কমিটিতে আসবেন তারাও সাধারণ জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। আমি মনে করি মেহেরপুর জেলা যুবলীগের মত শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন আর কোথাও নেই। এই যুবলীগ মেহেরপুরের অহংকার, মেহেরপুরের আওয়ামী লীগকে গতিশীল করার লক্ষ্যে যুবলীগ সব সময় ঐক্যবদ্ধ। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজকে যারা নতুন কমিটিতে এসেছে তাদেরকে অভিনন্দন। যারা বাদ পড়েছে তাদের মন খারাপের কিছু নেই, কমিটি দিতে হয় তাই দিয়েছি, বাস্তব কথা হলো আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক। প্রধান বক্তার বক্তব্যে শহিদুল ইসলাম পেরেশান বলেন, মেহেরপুর যুবলীগকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আমরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি দিচ্ছি। আমরা স্বচ্ছ ইমেজের মানুষকে কমিটিতে আনার চেষ্টা করেছি। তারপরও যদি আমাদের সিদ্ধান্তে ভুল থাকে, কোন মাদকের সাথে জড়িত কেউ যদি কমিটিতে চলে আসে তাহলে আমাদের বলবেন, আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেবো। মেহেরপুর যুবলীগ মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার।
মেহেরপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজিজুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন, মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য মাহবুব হাসান ডালিম, মেজবাউদ্দীন, ইয়ানুস আলী, সাইদুর রহমান উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার প্রমূখ। অনুষ্ঠান শেষে ৫টি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের হাতে পূর্নাঙ্গ কমিটির তালিকা তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।