মেহেরপুর ৭১, ০৭ সেপ্টেম্বর:
মেহেরপুর সদরের নবগঠিত বারাদী ইউনিয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নকে ভেঙে যে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে সেই নবগঠিত বারাদী ইউনিয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। প্রকাশিত চূড়ান্ত তালিকা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেহেরপুর সদর উপজেলার ৫নং পিরোজপুর ইউনিয়নের সর্বসাধারণের জন্য অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং প্রশাসনিক সুবিধার্থে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নকে বিভক্তি করে পিরোজপুর ইউনিয়ন ও বারাদী ইউনিয়ন গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১২ ধারার ক্ষমতাবলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা হিসেবে নবগঠিত বারাদী ইউনিয়নের প্রস্তাবিত ওয়ার্ড সমূহের সীমানা নির্ধারণপূর্বক ২২-১-২০২০ ইং তারিখে প্রাথমিক তালিকা (গণবিজ্ঞপ্তি) প্রকাশ করা হলো। ওই তালিকা প্রকাশের পর দাখিলকৃত আপত্তি পরামর্শের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত শেষে সিদ্ধান্ত প্রদান করেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৪-৬-২০২০ ইং তারিখে একটি সংশোধনী তালিকা (গণবিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়। সংশোধিত তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত আপিল সমূহের বিষয়ে জেলা প্রশাসক শুনানী সিদ্ধান্ত গ্রহণ শেষে সিদ্ধান্ত প্রদান করেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নবগঠিত বারাদী ইউনিয়নের ওয়ার্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী বারাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড : মেহেরপুর-চুয়াডাঙ্গা রাস্তার দিনদত্ত ব্রীজের উত্তর-পূর্বে রাজনগর কবরস্থান হতে কালামের বাড়ি ও ঘোড়ামারার মাঠসহ মেগুর বাড়ি হয়ে পূর্ব শামীমের পুকুর হয়ে রাস্তার দক্ষিণে হাইটেক ফ্যাক্টরি দিয়ে কাজলা নদীর তীর ঘেঁষে দিনদত্ত ব্রীজের দক্ষিণে দক্ষিণ-পূর্বে ফজলুর বাড়ি পর্যন্ত। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৭শ ৩৫ জন। ২নং ওয়ার্ড : রাজনগর শেখপাড়া, মল্লিকপাড়া, বেলেপাড়া এবং জুগিন্দা। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৬শ ৩৪ জন। ৩নং ওয়ার্ড : হাসনাবাদ ও বরশি বাড়িয়াা গ্রাম। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩ হাজার ৪৮ জন। ৪নং ওয়ার্ড : মোমিনপুর বারাদি গ্রাম। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৮শ ৯৪ জন। ৫নং ওয়ার্ড : কলাইডাঙ্গা গ্রাম। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৬শ ৮২ জন। ৬নং ওয়ার্ড : পাটকেলপোতা, পাটাপোকা ও চাঁদপুর গ্রাম। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ২৬ জন। ৭নং ওয়ার্ড : পুরাতন দরবেশপুর ও সিংহাটি গ্রাম। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫শ ৫ জন। ৮নং ওয়ার্ড : নতুন দরবেশ গ্রাম। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৭শ ৩৬ জন এবং ৯নং ওয়ার্ড : পূর্বপাড়া ও শিমুলতলা গ্রাম এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ১শ ৭ জন।