মেহেরপুর ৭১, ১৩ ফেব্রুয়ারি:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘একি লাবণ্যে পূর্ণপ্রাণ প্রাণেশহে আনন্দ বসন্তে সমাগমে’ এই শ্লোগানে বসন্ত বরণ উপলক্ষে ‘ভালোবাসার বসন্ত’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ভালোবাসার বসন্ত’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি, প্রতিমন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা প্রশাসক পত্নী নাজমুন নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর মো. হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, নির্বাহী সদস্য ফৌজিয়া আফরোজ তুলি, সুলতানা রাজিয়া টনি, আবুল হাসনাথ দিপু, সিলন সুপার সিঙ্গার সুমনা রহমান অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এসময় জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘ভালোবাসার বসন্ত’ অনুষ্ঠানটি উপভোগ করেন।