মেহেরপুর ৭১, ২৭ অক্টোবর:
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু সাইদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক। এছাড়াও মেহেরপুর জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।