মেহেরপুর একাত্রর, এপ্রিল ০৪
র্যাবের অভিযানে ২৭ গ্রাম হেরোইনসহ আশরাফ খান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সদর থানাধীন মেহেরপুর-মুজিবনগর রোডস্থ বামনপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফ খান সদর উপজেলার বামনপাড়া মৃত ছাদের আলীর ছেলে। সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার সদর থানাধীন মেহেরপুর-মুজিবনগর রোডস্থ বামনপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে ২৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আশরাফ খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের কর্মকর্তা।