মেহেরপুর ৭১, ১২ সেপ্টেম্বর:
মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে বড় বাজার থানা রোডে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল দোকানের পাশের দেয়াল কেটে কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুক ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে নির্বিঘ্নে চলে গেছে। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে কোন এক সময়। সরোজমিনে দেখা গেছে মেহেরপুর শহরের বড় বাজার চার রাস্তার মোড় থেকে কয়েক গজ পশ্চিমে সানন্দা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের পাশে ছোট্ট একটি গলির ভিতরে প্রবেশ করে সেখানে দেওয়াল কেটে দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। আজ শনিবার সকালের দিকে দোকানের মালিক শ্রী নির্মল কুমার হালদার দোকান খুলে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি পুলিশকে খবর দিলে খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পুলিশ দোকানের ভেতর থেকে শুরু করে দোকানের পিছনের অংশ ঘুরে দেখেন এবং চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এসময় পুলিশ সুপার বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। যে কোন মূল্যে তাদের গ্রেফতার করে চুরি যাওয়া মালামাল উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হবে। সানন্দা জুয়েলার্স এর প্রোপাইটার শ্রী নির্মল কুমার হালদার জানান, শুক্রবার রাতের কোন এক সময় দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে। তারপর দোকানের সিন্দুক ভেঙে নগদ টাকা সহ ২০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। তিনি জানান, শনিবার সকালে দোকান খুলে দেখেন দোকানে কোন মালামাল নেই। সব চুরি হয়ে গেছে।