মেহেরপুর একাত্তর, ০১ নভেম্বর:
মেহেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, মহামারী করোনার কারণে যখন শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার পথে, তখন এই আইসিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে সরকার। আজ থেকে ১২ বছর আগে যখন শিক্ষকরা বিদ্যালয়ের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ই-মেইলের কথা ভাবতেও পারেনি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পুত্র তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার মেধা খাটিয়ে আইসিটির মাধ্যমে ই-মেইলসহ সকল ধরণের তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করেছেন। এখন ঘরে বসে মানুষ সারা দুনিয়া দেখছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আজ যে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হলো। এই সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশের আইসিটি বিশেষজ্ঞদের সহযোগিতায় এলাকার বেকার-যুবকরা দক্ষ হয়ে উঠবে। এমনকি কর্মসংস্থানের সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলছে। বৈশি^ক করোনা মহামারীর কারণে বিশে^র উন্নত দেশগুলো যখন অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমাদের কৃষিসহ সকল সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম, বাংলাদেশ ডিজেল প্লান্ট ব্যবস্থাপনা পরিচালক ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল ওয়াকার উজ জামান, এসজিপি, পিএসসি, তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী প্রমূখ।
এর আগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান এসজিপি, পিএসসি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।