মেহেরপুর ৭১, ২২ সেপ্টেম্বর:
মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীর কাছ থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টির বক্সে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা মোতাবেক মেহেরপুর বড় বাজারের গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কাছে ২০ হাজার টাকা, আবাসিক এলাকায় গ্যাস ভর্তি সিলিন্ডার রাখায় মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার পপি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারায় ২ হাজার টাকা এবং কোর্টমোড় এলাকার মেয়াদ উত্তীর্ণ মালামাল ও আবাসিক এলাকায় গ্যাস ভর্তি সিলিন্ডার রাখায় শাহাবুদ্দিন খান এন্ড ব্রাদার্সের কাছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, অভিযোগ পেয়ে এসমস্ত দোকানে জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় সেনিটারি পরিদর্শক তাজিমুল হক, মার্কেটিং কর্মকর্তা জীব্রাইল হোসেন এবং এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।