মেহেরপুর ৭১, ২১ ফেব্রুয়ারি:
মেহেরপুরে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা পার্ক মফিজুর রহমান মুক্তমঞ্চে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, ননী গোপাল ভট্টাচার্য্য ও গোলাম কাওসার চানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে সন্ধ্যায় ড. শহীদ সামসুজ্জোহা পার্ক মফিজুর রহমান মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক সহ জেলা প্রশাসনের কর্মকতৃাবৃন্দ।