মেহেরপুর ৭১, ২৪ সেপ্টেম্বর:
মেহেরপুরে প্রবাসী কল্যাণ ব্যাংক এর শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক মেহেরপুর শাখার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মেহেরপুর শাখার উদ্বোধন উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়। পরে এ উপলক্ষে টিটিসি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমাদের স্বাধীন দেশের মানুষগুলো বিশে^র উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে। উন্নত জীবন-যাপন করবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা পূরণ হয়েছে। আজ বিশে^র মানচিত্রে বাংলাদেশের মানুষরা মাথা উচু করে বাঁচতে শিখেছে। তিনি বলেন, আজকের এই দিনটি আমাদের কাছে স্মরণীয়। আজকে মেহেরপুরের জন্য অনেকগুলো প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। আমরা আগামীতে এগিয়ে যাওয়ার জন্য দিনটি অত্যন্ত অর্থবহ ভূমিকা রাখবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান শামসুন্নাহার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।