মেহেরপুর ৭১, ০১ জানুয়ারি:
মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে কম্পিউটার এন্ড রিপেয়ারিং ট্রেডের শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী গাংনীর ভাটপাড়া ডিসি ইকো পার্কে অনুষ্ঠিত বনভোজনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড ইন্সট্রাক্টর (কম্পিউটার) মীর দানিয়েল হোসেন রনি, জুবায়ের কম্পিউটার ট্রেনিং একাডেমির পরিচালক ও জেলা মহিলা অধিদপ্তরের আইজিএ প্রকল্প পরিচালক মো. জুবায়ের হাসান, মো. মাহফুজুর রহমান, হার্ডওয়্যার মেইনটেনেন্স ট্রেইনার মো. মাহাফুজুর রহমান প্রমূখ।
আনন্দ উল্লাসের মধ্যদিয়ে প্রকল্পের শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।