মেহেরপুর একাত্তর, ২৭ সেপ্টেম্বর:
মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ সকল ইউনিটের পুলিশ সদস্যরা মাস্টার প্যারেডে অংশগ্রহন করেন। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্টার প্যারেডের সালাম গ্রহন এবং প্যারেড পরিদর্শণ করেন। মাস্টার প্যারেডের সালাম গ্রহন এবং প্যারেড পরিদর্শণ শেষে পুলিশ সুপার রাফিউল আলম অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য-সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি, খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের তিনি নির্দেশনা প্রদান করেন। রাফিউল আলম বলেন, পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও পুলিশের হয়রানি ও নির্যাতনমুক্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা গড়তে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি পুলিশ সদস্যদের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারসহ মেহেরপুরের সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।