মেহেরপুর ৭১, ৩০ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জনতার বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুম কনফারেন্সে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এসময় জুমের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশগ্রহণ করেন।