মেহেরপুর ৭১, ১৫ জুলাই:
মেহেরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মো. তাসবির হুসাইন সজল (২৫) ও মোঃ আরিফুল ইসলাম (২২) নামের দুই মাদক কারবারিকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। আটক তাসবির হুসাইন সজল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ও আরিফুল ইসলাম একই গ্রামের মো. শুকুর আলীর ছেলে। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।