মেহেরপুর একাত্তর, ০২ অক্টোবর:
মেহেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামছুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার সকালে সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। সামছুল ইসলাম দক্ষিন শালিকা গ্রামের আরশাদ আলীর ছেলে। জানা গেছে, হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই ইমরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
সামছুল ইসলামের ছেলে পল্লী চিকিৎসক আব্দুস সামাদ বলেন, জমির সীমানা নিয়ে গত কয়েকদিন যাবৎ প্রতিবেশি শরিফ হালসানা ও তার পরিবারের সদস্যদের সাথে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে শরিফ হালসানা ও বারেক হালসনার নেতৃত্বে তাদের লোকজন জমি মাপতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বাবার গলা টিপে ধরলে তার মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলাল উদ্দীন জানান, সামছুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে কি কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে সামছুল ইসলামের প্রতিপক্ষ শরিফ হালসানার সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দ্বারা খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। সামছুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।