মেহেরপুর ৭১, ২৮ সেপ্টেম্বর:
সারাদেশের ন্যায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’। তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তথ্যের অবাধ প্রবাহ ও দেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিতির জন্যই প্রণীত হয়েছে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল আলোচনা সভায় জুম মিটিংয়ের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহিদুর রহমান প্রমূখ। এদিকে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রচারণা চালানো হয়। এছাড়াও মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ’র সভাপতিত্বে ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী সেখ, গাংনী উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আমিরুল ইসলাম অল্ডাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমূখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান রেজা, যুব উন্নয়ন কমৃকর্তা আলম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ।