মেহেরপুর ৭১, ০৭ নভেম্বর:
মেহেরপুরে পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটনের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুরের প্রাক্তন ক্রিকেটারদের মিলন মেলায় প্রীতি টি-২০ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি টি-২০ ক্রিকেট খেলায় আব্দুস সালামের নেতৃত্বে টাইগার একাদশ ও এমদাদুল হকের নেতৃত্বে লায়ন একাদশে ৪৬ জন প্রাক্তন ক্রিকেটার অংশগ্রহন করেন।
খেলায় টাইগার একাদশ ৫ উইকেটে জয়লাভ করে। লায়ন একাদশের অধিনায়ক এমদাদুল হক টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে লায়ন একাদশ নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে কালাম সর্বোচ্চ ৩০ রান, মিলন ২৯ রান ও পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ২১ রান সংগ্রহ করেন। টাইগার একাদশের ওয়াহেদ ৪টি ও শরাফদ্দিন ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে টাইগার একাদশ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের অপরাজিত ৪০ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে মাহফুজুর রহমান রিটন অপরাজিত ৪০ রান, শরাফদ্দিন ৩৬ রান এবং জুয়েল ৩১ রান করেন। খেলায় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এর আগে প্রাক্তন ক্রিকেটাররা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। পরে এমকেএসপি’র ক্ষুদে ক্রিকেটাররা প্রাক্তন ক্রিকেটারদের লাল-সবুজের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করলে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
খেলা শেষে প্রাক্তন ক্রিকেটার নকীব হেলালী মুকুল, শামসুজ্জামান শামীম, সোহেল আহমেদ, জাহিদ হোসেন, মাসুদ করিম ধলস, শামীম বশির, এমদাদুল হক, আব্দুস সালাম, নাজমুস সাদাত বুড়ো কে সংবর্ধনা দেওয়া হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে সংবর্ধিত প্রাক্তন ক্রিকেটারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের স্টিক তুলে দেন।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের আমন্ত্রনে এবং হাসানুজ্জামান হিলোন ও শাহিনুর রহমান রিটনের ব্যবস্থাপনায় খেলায় অংশগ্রহন করেন নকীব হেলালী মুকুল, শামসুজ্জামান শামীম, সোহেল আহমেদ, জাহিদ হোসেন, মাসুদ করিম ধলস, শামীম বশির, এমদাদুল হক, আব্দুস সালাম, নাজমুস সাদাত বুড়ো, মাহফুজুর রহমান রিটন, নাসিরদ্দিন বাবু, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, আলমাস সাইদ বাটুল, নাহিদ, আবুল কালাম আজাদ টিটু, মিলন, ছোট টিটু, রেদাউন, ইয়ারুল ইসলাম, ওবাইদুল্লাহ, মাসুম, রিমন, কালাম, সাইদুর রহমান উজ্জল, জিয়া, তুহিন, ছোট সোহেল, সুইট, ফারুক, ছোট নাহিদ, লিটন, শরাফদ্দিন, ওয়াহেদ, প্রতিক, টোকন, ছোট সালাম, নাজিরুল, গাজ্জালী, রানা, জুয়েল, নাজিমদ্দিন, স্বপন, দৌলত হোসেন। খেলা পরিচালনা করেন কচি ও রঞ্জু।