মেহেরপুর একাত্তর, ০৭ এপ্রিল ২৩
বাংলাদেশ জাতীয় সংসদে ২০২৩ সালে ৮নং আইন হিসেবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট প্রকাশিত হওয়ায় আইনটি পূর্ণতা পেয়েছে। ফলে মেহেরপুর জেলা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে মেহেরপুর শহরের চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে জনসমাগমের সকল স্থানেই আলোচনার একটিই বিষয়বস্তু ছিলো, আর সেটি হলো বিশ্ববিদ্যালয় যুগে প্রবেশ করলো ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর। মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩ গেজেট আকারে প্রকাশিত হওয়ায় মেহেরপুর জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩ গেজেট আকারে প্রকাশিত হওয়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর ও মেহেরপুর বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর একাত্তরকে বলেন, ‘গেজেট প্রকাশের মাধ্যমে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইনটি পূর্ণতা পেলো। এখন সরকারি নির্দেশনা মোতাবেক ধাপে ধাপে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মেহেরপুর জেলার পাশাপাশি অন্য জেলা থেকেও শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসবে। এতে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় হবে পাশাপাশি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময়ের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগর ও মেহেরপুর জেলা সম্পর্কে দেশবাসী আরও অবগত হবেন। মেহেরপুরে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় আন্তরিক ও ঐকান্তিক অবদানের জন্য আমি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’