মেহেরপুর ৭১, ২৭ জানুয়ারি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নটরাজ গ্রুপ থিয়েটারের ইভেন্ট ম্যানেমেন্টে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাঠে তিন দিনব্যাপী গ্রাম বাংলার হারানো ঐতিহ্য বিশুদ্ধ ও সামাজিক যাত্রা উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. উসমান গনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী বিশুদ্ধ যাত্রা উৎসবের সমাপনী ঘোষণা করেন। এসময় সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, মহজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মোনাখালি ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান মফিজ, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বি এম জাহিদ হাসান রাজিব, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাপনী রজনীতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মঞ্চায়িত হয় ভৈরব নাথ গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে মশিউজ্জামান বাবুর নির্দেশনায় যাত্রাপালা ‘দেবী সুলতানা’। পরে সেখানে কলাকৌশলীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জানুয়ারি তিন দিনব্যাপী বিশুদ্ধ যাত্রা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।