মেহেরপুর একাত্তর, ১৬ ডিসেম্বর:
মেহেরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা, বর্ণিল আয়োজন ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম, বাংলাদেশ পুলিশ, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ নগরীর কলেজ মোড়স্থ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করা হয়।পরে সেখানে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে দুপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া এবং সন্ধ্যায় ড. শহীদ সামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি ও ফানুশ উড়ানো হয়। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে গাংনী ও মুজিবনগর।