মেহেরপুর একাত্তর, ১৩ এপ্রিল ২৩
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, এদেশের ইসলামের প্রচার বিকাশ এবং সুস্থ ধারায় মানুষ ইসলাম ধর্ম পালন করতে পারবে, সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আমাদের বাংলা নববর্ষ বা বাংলা নতুন বছর বহু দেশেই বিভিন্ন বৎসর রয়েছে। এই বাংলায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বাংলা সকলে বসবাস করি। আমরা সকলকে তাদের নিজ নিজ মর্যাদার আসনে রাখবো। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, অতীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলা ভাষাকে অমর্যাদা করা হয়েছে। বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতির মধ্য দিয়ে বাংলা ভাষাকে উদযাপন করবো। বাংলা সংস্কৃতিকে ভালোবাসবো। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোহা. আব্দুস সালাম। বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ, মুফতি মিনারুল ইসলাম, মুফতি আব্দুল গাফফার প্রমূখ।