মেহেরপুর ৭১, ২৪ সেপ্টেম্বর:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা নজির বিহীন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় দেশের সব নাগরিক ঘর পাবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে প্রেরণা প্রি ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রাপ্তদের ১৩৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহ সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সারা বিশে^র মধ্যে দুরদর্শী নেত্রী শেখ হাসিনা। তিনি যা বলেন তা করে দেখান। গৃহহীনদের জন্য বড় অঙ্কের বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীনদের খুঁজে খুঁজে বের করে গৃহ করে দেবে সরকার। প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্ব মহামারির সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র অনুসরণ করছে। করোনার ক্রান্তিকালে আমাদের নেত্রী অত্যন্ত বিচক্ষনতার সাথে দেশ পরিচালনা করছেন। উনার দুরদর্শী নেতৃত্বে দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটায় স্বাভাবিক। তবে দ্বিতীয় ওয়েভ যদি আসে সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরিব মানুষদের কথা বলে, গরিব মানুষদের সুখে-দুখের ভাগীদার হয়। বর্তমান শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। প্রতিমন্ত্রী আরো বলেন, করোনার কারণে পৃথিবী যখন থমকে গিয়েছিল তখন বর্তমান সরকারের স্বদিচ্ছার কারণে আজকে আমরা ঘরে বসে সব কাজ করতে পারছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাস করছে। তিনি বলেন, ডিজিটাল আইন পাস হলে আমরা আমেরিকায় বসে চুক্তি স্বাক্ষর করতে পারবো। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হোসেন খোকন প্রমূখ।