মেহেরপুর ৭১, ২৪ আগস্ট:
পুলিশের কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এটিএসআই হলেন মেহেরপুরের ছেলে মো. মাসুদ রানা। আজ সোমবার বিকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং পুলিশের আর.ও মো. বেল্লাল হোসেন তাকে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাসুদ রানা মেহেরপুর শহরের কোর্টপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন জোয়ার্দ্দারের ছোট ছেলে এবং গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু’র ছোট ভাই।