মেহেরপুর একাত্তর, ০৮ এপ্রিল ২৩
জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন মেহেরপুরের আয়োজনে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম জেলার শিল্প ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও কর্মীদের সাথে পরিচিতি পর্ব, শুভেচ্ছা ও মতবিনিময়
করেছেন। মতবিনিময় সভায় এডিসি জেনারেল (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাবেক সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, জজ আদালতের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জেলা সাহিত্য পরিষদের সহ সভাপতি নুরুল আহমেদ, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশন সভাপতি ও মুজিবনগর খবর ডটকম এর উপদেষ্টা সম্পাদক আসফারুল হাসান সুমন, নটরাজ থিয়েটারের সভাপতি বিএম জাহিদ হাসান রাজিব, জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।