মেহেরপুর একাত্তর, ১৩ অক্টোবর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চুরি যাওয়া নৌকা ফিরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। মহাজনপুর ইউনিয়নের নৌকা প্রার্থী রেজাউর রহমান নান্নুর সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন বক্তারা।
আজ বুধবার বিকালে আমঝুপি থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে রেজাউর রহমান নান্নুকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এরপর শোভাযাত্রাটি মেহেরপুর শহর প্রদক্ষিন করে মহজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল মান্নান মাস্টারের কবর জিয়ারত শেষে কোমরপুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী মো. রেজাউর রহমান নান্নু, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং মেহেরপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আব্দুস সালাম, মরহুম আব্দুল মান্নান মাস্টারের ছোট ছেলে যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান টিপু, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, আমাদের নৌকা চুরি হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে আমাদের নৌকা ফিরিয়ে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সম্মান জানিয়ে যোগ্য পিতার যোগ্য সন্তান রেজাউর রহমান নান্নুর হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। প্রধানমন্ত্রীর ঘোষনা নৌকার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যদি কেউ যায় তাকে আমরা বুঝিয়ে বলবো।
প্রধানমন্ত্রী রেজাউর রহমান নান্নুকে নয় মহাজনপুর বাসীকে নৌকা দিয়েছেন। নৌকা প্রতীককে বিজয়ী করে সে সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।