মেহেরপুর ৭১, ২৫ জুলাই:
মেহেরপুর গাংনী উপজেলার জুগিন্দা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে জুগিন্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. দবির উদ্দিন (৩২) ও মো. আব্দুল হামিদ (২৩) । আটক আসামি মো. দবির উদ্দিন মেহেরপুর জেলার গাংনী থানার জুগিন্দা পশ্চিম পাড়ার মো. জাদু মন্ডলের ছেলে এবং আসামি আব্দুল হামিদ একই থানার গাড়াডোব জলি বিল পাড়ার মো. আবু ইউসুফের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মেহেরপুর গাংনী উপজেলার জুগিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সেসময় তাদের কাছ থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্যারের নির্দেশনা মোতাবেক এসআই অজয় কুমার কুন্ড’র নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। আটককৃতদের নিকট থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।