মেহেরপুর একাত্তর, ২২ জানুয়ারি:
মেহেরপুরের গাংনী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বামন্দী থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আজ শনিবার সকালে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বামন্দীর একটি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কাথুলী গ্রামের বাজারপাড়া এলাকার জলিল উদ্দীনের ছেলে ফারুক হোসেন (২৮), খাসমহল গ্রামের খাঁপাড়া এলাকার হিমা খাঁর ছেলে করিম খাঁ (৪০) ও খাসমহল পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে বানারুল ইসলাম (২৫)।
গাংনী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক এসআই শরীফ হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃতদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে তাদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।