মেহেরপুর ৭১, ১৮ আগস্ট:
মেহেরপুরের গাংনীতে রূপালী ব্যাংক লিঃ এর ৫৭৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে অনলাইন জুমে গাংনী বাজারের শফি টাওয়ারের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক লিঃ এর গাংনী শাখার উদ্বোধন ঘোষণা করা হয়। রূপালী ব্যাংক লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি। এছাড়াও অনলাইন জুম মিটিং এ যুক্ত হয়েছিলেন ডিএমডি জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুন কান্তি পাল, জিএম গোলাম মর্তুজা, শচীন্দ্রনাথ সমাদ্দার, ডিজিএম তাজউদ্দীন মাহমুদ, হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, আইসিটি অপারেশন আব্দুল্লাহ মুহাম্মদ, আবু জাহিদ। এসময় অনলাইন জুমে রূপালী ব্যাংক লিঃ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কার্যালয় রূপালী ব্যাংক লিঃ এর মহাব্যবস্থাপক শচীন্দ্রনাথ সমাদ্দার। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রূপালী ব্যাংক লিঃ এর গাংনী শাখার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ গাংনী বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।