মেহেরপুর ৭১, ২১ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। একুশের প্রথম প্রহরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে দিবসের সূচনা করেন। সকালে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি বের করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র মো. আশরাফুল ইসলাম, গাংনী থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানূর রহমান, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য তৌহিদ মোর্শেদ অতুল, মজিরুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসএ ডা. রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, সাবেক পৌর মেয়র আহম্মদ আলী, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, উপজেলা যুবলীগের পক্ষে মোশারফ হোসেন ও শফি কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগের পক্ষে এমরান হাবীব, জাতীয় পার্টি এরশাদ এর একাংশের পক্ষে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জনপ্রতিনিধিগণ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহবায়ক উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তাঁর পত্নী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানূর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।