মেহেরপুর একাত্তর, ০৩ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে ৪২ বোতল ফেন্সিডিল ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- করমদী গ্রামের আয়ুব আলীর দুই ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও আজাদ আলী (৪০)।
আজ শুক্রবার ভোরে গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী ও আজাদ আলীকে নিজ বাড়ি থেকে আটক করে।
গাংনী থানা সূত্র জানায়, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে করমদী গ্রামের মোহাম্মদ আলী ও আজাদ আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘরের সিঁড়ির নীচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪২ বোতল ফেন্সিডিল ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে। পরে তাদের দুই ভাইকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।