মেহেরপুর একাত্তর, ১৬ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে আলগামন উল্টে গিয়ে আনারুল ইসলাম (৩৭) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত আনারুল ইসলাম গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আজিরুদ্দীনের ছেলে।
বুধবার দিবাগত রাতে উপজেলার বামন্দী-হাটবোয়ালিয়া সড়কের কামারখালী গ্রাম সংলগ্ন সড়কে এ নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনারুল ইসলাম মাটির তৈরী রিং-স্লাবের ব্যবসা শেষে নিজ গ্রাম কামারখালীতে ফিরছিলেন। সে কামারখালী মাঠের মধ্যে পৌঁছুলে আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা মারে। পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা সূত্র জানায়, খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।