মেহেরপুর ৭১, ০৫ জানুয়ারি:
দুইটি ওলের ওজন প্রায় এক মন ? মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুরের আক্তার হোসেন এ ওলের সফল চাষী। জানা গেছে, মেহেরপুর শহরের কালাচাঁদপুর গ্রামের নুর ইসলামের ছেলে আক্তার হোসেন তার বাড়িতে গত বছর কয়েকটি ওলের গাছ লাগান। মঙ্গলবার সকালের দিকে দুটি ওল তোলার সময় বিশাল আকৃতির ওল দুটি পান তিনি। দুটি ওলের মধ্যে একটির ওজন সাড়ে ২২ কেজি অপরটি ১৪ কেজি। ওলের মালিক আক্তার হোসেন জানান, গত বছর বাজার থেকে ওলের মুখী কিনে এনে বাড়ির চারপাশে রোপণ করেন। তার থেকে দুটি বিশাল আকৃতির ওল পাই। ওল দুটি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে ভাগাভাগি করে নেয়া হয়েছে।