মেহেরপুর একাত্তর, ০৯ এপ্রিল ২৩
মেহেরপুর সদর উপজেলার ৪নং আমদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকন পরিষদে যোগদান করেছেন। রবিবার সকাল ১১ টার দিকে ৯ জন মেম্বার ও ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার নিয়ে তিনি পরিষদে যোগদান করেন। নব নির্বাচিত চেয়ারম্যান রওশন আলী টোকন সহ আমদহ ইউনিয়নের সকল নির্বাচিত মেম্বারকে ফুল দিয়ে বরণ করে নেন আমদহ ইউনিয়ন পরিষদের সচিব শাহাদাত হোসেন। এসময় আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা জনগনের ভোটে বিজয়ী হয়েছি তাই জনগনের সেবা করা আমাদের দায়িত্ব। সেকারণে আমাদের এই পরিষদে কোনরকম দুর্নীতি চলবে না। এসময় নব নির্বাচিত ১নং ওয়ার্ডের সদস্য আবুল হায়াত, ২নং ওয়ার্ডের সদস্য আক্কাস আলী, ৩নং ওয়ার্ডের সদস্য দরুদ আলী, ৪ নং ওয়ার্ডের সদস্য মাওলাদ হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য ফিরোজ হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিম, ৭নং ওয়ার্ডের সদস্য কাউসার আলী, ৮নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিম এবং ৯নং ওয়ার্ডের সদস্য মোকাসেদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সংরক্ষিত সদস্য ১নং ওয়ার্ড (১,২ ও ৩) নং ওয়ার্ডের পিপুলি খাতুন, ২নং ওয়ার্ড (৪,৫ ও ৬) নং ওয়ার্ডের মনিরা খাতুন এবং ৩নং ওয়ার্ড (৭, ৮ ও ৯) নং ওয়ার্ডের জেসমিন খাতুন উপস্থিত ছিলেন।