মেহেরপুর একাত্তর, ০১ নভেম্বর:
মেহেরপুরে কেক কেটে পথচলার ২৮ বছর উদযাপন করলো অরণি থিয়েটার। সোমবার রাতে অরণি থিয়েটারের নিজ কার্যালয়ে এ কেক কাটার আয়োজন করা হয়। অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের ও সাধারণ সম্পাদক আতিক স্বপনের উপস্থিতিতে অরণি থিয়েটারের পথচলার ২৮ বছর উদযাপনের কেক কাটা হয়।
অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন বলেন, অনিয়ম ও অকল্যাণের বিরুদ্ধে শিল্পের শাণিত উদ্যোগ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯৪ সাল থেকে অরণি থিয়েটার আজ ২৭ বছর সুনামের সহিত মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছে। তাই সংস্কৃতি আদিম, এই আদিম সংস্কৃতিকে হটাতে হবে এমন মনোভাব পোষণ করা অন্যায়। কারণ সংস্কৃতির বৈচিত্র না থাকলে আমাদের মধ্যে একঘেঁয়েমি আসতে পারে। সাংস্কৃতির এই বহুত্ব আমাদেরকে আনন্দ দেয়, সুখী রাখে। প্রত্যেক সংস্কৃতি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ এবং মূল্যবোধে সমৃদ্ধ। কারো পক্ষেই সম্ভব নয় সাংস্কৃতিক বৈচিত্রের ভান্ডারে বিভিন্ন সংস্কৃতির ভূমিকাকে গোপন রাখে। তাই আসুন আমরা শিল্পী আমরা সংস্কৃতি চর্চা করি।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সুলতানা রাজিয়া টনি, অরণি থিয়েটারের সহ সভাপতি সামসুজ্জামান রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ এসময় উপস্থিত ছিলেন সামারুল ইসলাম, লাল্টু বাঁশি, সামাদ ঢুলি, আজিম, মিঠু, রুবেল, আজিজুর, হীরা, আলাউদ্দিন, মুক্তা, পরি, নিশি, লাজ ও অরণি পরিবারের সদস্যবৃন্দ।